July 2, 2010

একই মোবাইলে উইন্ডোজ, এন্ড্রয়েড, উবুন্টু HTC HD2 to use WinMo, Android 2.1 and Ubuntu

আপনার যে অপারেটিং সিষ্টেম পছন্দ সেটা ব্যবহার করবেন এটাই তো স্বাভাবিক। একই মোবাইল ফোনে।
এটাই বাস্তব হতে যাচ্ছে এইচটিসি এইচডি২ সেটের জন্য। এতে এন্ড্রয়েড এবং উবুন্টু আনার কাজ চলছে। কাজ শেষ না হলেও যে অবস্থায় রয়েছে সেটা ব্যবহারযোগ্য। এতে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ২.১ এক্লেয়ার এবং উবুন্টু ৯.১০ কারমিক কোয়ালা। আর মুল অপারেটিং সিষ্টেম হিসেবে উইন্ডোজ মোবাইল ৬.৫ রয়েছে।
লিনাক্স নিয়ে কাজ করছে এইচটিসি লিনাক্স গ্রুপ। উবুন্টুতে কিবোর্ড এবং মাউসও ব্যবহার করা যাবে। কাজ শেষে এতে ৩ অপারেটিং সিষ্টেমের যে কোনটিতে বুট করা যাবে। আর এতে ওয়াইম্যাক্সও যোগ করা হচ্ছে যা মুল নির্মাতা তৈরী করেননি।
যে ফোনটি নিয়ে কথা হচ্ছে সে সম্পর্কে কিছুটা জেনে নিন। এর নাম এইচটিসি এইচডি২ টি৮৫৮৫, আরেক নাম এইচটিসি লিও ১০০। ৪.৩ ইঞ্চি, ৪৮০-৮০০ পিক্সেল ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে, ১ গিগাহার্টজ ক্যালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ৪৪৮ মেগাবাইট র‌্যাম, ৫১২ মেগাবাইট রম, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি সবকিছুই রয়েছে এতে। এছাড়া ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। গত নভেম্বর থেকে এটা বাজারে বিক্রি হচ্ছে।

No comments:

Post a Comment