July 3, 2010

ইন্টেল প্রসেসরের দাম কমাচ্ছে Intel cuts prices

ইন্টেল আরো নতুন প্রসেসর বাজারে আনতে যাচ্ছে, একইসাথে দাম কমাতে যাচ্ছে বর্তমান প্রসেসরগুলির। ডিজিটাইমস এর তথ্য অনুযায়ী তারা ৬ কোর আই৭-৯৭০ বাজারে আনতে যাচ্ছে এমাসেই। এগুলির দাম হবে ৮৮৫ ডলার। আগামী মাসে আই৭-৯৫০ প্রসেসরের দাম কমে ৫৬২ ডলার ধেকে ২৯৪ ডলারে আনা হচ্ছে।
এমাসেই আরো দুটি নতুন প্রসেসর বাজারে আসতে যাচ্ছে। কোর আই৫-৭৬০ এবং কোর আই৫-৮৭০এস। মুলত হোম পিসিতে এগুলি ব্যবহৃত হবে। দাম ২০৫ এবং ৩৫১ ডলার। এছাড়া আরো কম দামের আই৩-৫৪০, পেন্টিয়াম ই৫৫০০ এবং ই৬৬০০ এই ৩টি প্রসেসরের দাম কমানো হবে।
আগষ্টে কমদামের প্রসেসরের দিকে আরো গুরুত্ব দিয়ে নতুন দুটি পেন্টিয়াম প্রসেসর বাজারে আনা হবে। ৭৫ ডলারের ই৫৭০০ এবং ৮৬ ডলারের ই৬৮০০। নতুন একটি কোর আই৩-৫৬০ প্রসেসর আনা হবে ১৩৮ ডলারে এবং নতুন একটি সেলেরন প্রসেসর আনা হবে ৫৩ ডলারে (ই৩৫০০)। অক্টোবরে আবারো কোর আই৩-৫৫০, পেন্টিয়াম ই৫৭০০ এবং ই৬৭০০ এবং সেলেরন ই৩৪০০ প্রসেসরের দাম কমানো হবে।
তাদের দাম কমানো এই পরিকল্পনার পেছনে কাজ করছে প্রতিদ্বন্দি এএমডি-র কমদামের প্রসেসর একথা ধরে নেয়াই স্বাভাবিক। যা উল্লেখ করার মত তা হচ্ছে ইন্টেল তাদের কমদামী প্রসেসরগুলি বাতিল না করে কম দামে বিক্রির চেষ্টা করছে।

No comments:

Post a Comment