July 2, 2010

ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়ার অধিকার broadband access a legal right

ফিনল্যান্ড বিশ্বের প্রথম দেশ হিসেবে আইন প্রনয়ন করেছে যেখানে প্রত্যেকের ১ মেগাবিট/সে ব্রডব্যান্ড লাইন ব্যবহারের সুযোগ পাওয়া অধিকার বলে বিবেচিত হবে। এর অর্থ হচ্ছে যারা ইন্টারনেট সেবা দেন তাদের সামর্র্থ্য থাকতে হবে কমপক্ষে এই সুযোগ দেয়ার। ১ মেগাবিট/সে ন্যনতম একথাও ভুলে যাবেন না। সরকারের লক্ষ্য ২০১৫ সালের মধ্যে প্রত্যেকের জন্য ১০০ মেগাবিট/সে ব্রডব্যান্ড সংযোগের ব্যবস্থা করা।
তারা মনে করছে ব্রডব্যান্ড ইন্টারনেট প্রত্যেক নাগরিকের প্রাত্যহিক জীবনের অংশ। কাজেই সকলের জন্য এই সুযোগের ব্যবস্থা রাখা উচিত।
অবাক হয়ে ভাবতে পারেন তারা তাদের দেশকে ডিজিটাল বলে প্রচার করে না কেন।

No comments:

Post a Comment