July 2, 2010

বিশ্বের প্রথম ২৪ ঘন্টা থ্রিডি টিভি চ্যানেল n3D channel brings 3D at home

বিশ্বের প্রথম ২৪ ঘন্টা থ্রিডি টিভি দেখার ব্যবস্থা চালু করেছে ডিরেক-টিভি এবং প্যানাসনিক। যাদের থ্রিডি দেখার উপকরন রয়েছে তারা এন৩ডি চ্যানেলে ২৪ ঘন্টাই থ্রিডি অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন (পাচ্ছেন)। এতে খেলাধুলা, মুভি ছাড়াও ইএসপিএন এর মাধ্যমে ফিফা বিশ্বকাপের থ্রিডি দেখানো শুরু হয়েছে।
সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে মানুষ সস্তা বিনোদনের জন্য টিভির দিকে ঝুকছে। থ্রিডি টিভিকে নিশ্চয়ই সস্তা বলা যায় না। তারপরও, এটা সবে শুরু।
আর এই মুহুর্তে থ্রিডি প্রোগ্রামও খুব বেশি নেই। কাজেই একই অনুষ্ঠান বারবার দেখানো হবে এটাই স্বাভাবিক।

No comments:

Post a Comment