July 15, 2010

কম্পিউটারের বিক্রি বেড়েছে ২২ ভাগ Global PC shipments up 22 pct

ত্রৈমাসিক হিসেবে এবছরের দ্বিতীয়ভাগে বিশ্বব্যাপি কম্পিউটারের বিক্রি বেড়েছে ২২.৪ ভাগ। ক্রেতাদের মধ্যে পুরনো কম্পিউটার পরিবর্তন করার প্রবণতা এবং কমদামের ল্যাপটপ কেনার আগ্রহ বেশি দেখা গেছে। বাজার গবেষনা প্রতিষ্ঠান আইডিজি এই তথ্য দিয়েছে।

আইডিজি আগে যে ভবিষ্যতবানী করেছিল তারথেকে এই পরিমান আমেরিকা এবং এশিয়ায় ০.৫ ভাগ কম। তারপরও তারা একে সন্তোষজনক বলে উল্লেখ করেছে। মম্দার কারনে যারা খরচ কমিয়ে দিয়েছিল তারা খরচ করতে শুরু করেছে। আবার এই কারনে বিক্রি আরো অনেক বাড়বে এই সম্ভাবনাও নাকচ করে দিয়েছে তারা।
সব মিলিয়ে ৩ মাসে ৮ কোটি ১৫ লক্ষ কম্পিউটার সরবরাহ করেছে কম্পিউটার নির্মাতারা। শীর্ষে রয়েছে এইচপি। এরপর তালিকায় রয়েছে পর্যায়ক্রমে ডেল, এসার, লেনোভো, তোসিবা, আসুস এদের নাম।
আমেরিকায় বিক্রি বৃদ্ধির পরিমান ১২.৬ ভাগ। সেখানে শীর্ষস্থানীয় ৫টি কোম্পানীর মধ্যে নাম রয়েছে এইচপি, ডেল, এসার, এপল এবং তোসিবার। এদের মধ্যে এপলের নিজের ক্ষেত্রে বৃদ্ধির পরিমান ১৫.৪ ভাগ।

No comments:

Post a Comment