July 14, 2010

মাইক্রোসফট অফিস ২০১০ এর বিক্রি হতাসাজনক Early Office 2010 sales disappointing

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সফটঅয়্যার এর সবশেষ ভার্শন মাইক্রোসফট অফিস ২০১০ এর বিক্রি হতাসাজনক বলে উল্লেখ করেছে গবেষনা প্রতিষ্ঠঅন এনপিডি। এর আগের ভার্শন অফিস ২০০৭ প্রথম ২ সপ্তাহে যে পরিমান বিক্রি হয়েছিল তারসাথে তুলনা করে এই কথা বলা হয়েছে।
কারন ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, ২০০৭ ভার্শন থেকে বর্তমান ভার্শনে এমনকিছু উল্লেখযোগ্য পার্থক্য নেই যেকারনে ব্যবহারকারী অর্থব্যয় করবেন। আরেক কারন হিসেবে বলঅ হয়েছে অফিস ২০০৭ রিলিজ হয়েছিল বছর শেষে ছুটির সময় বলে পরিচিত সময়ে। সেসময় মানুষ সবচেয়ে বেশি কেনাকাটা করে। সেতুলনায় অফিস ২০১০ রিলিজ দেয়া হয়েছে কম ব্যস্ততার সময়।
বিনামুল্যের অফিস প্যাকেজ গুগল ডক, জোহো, থিংকফ্রি এমনকি ওপেনঅফিসও এতে প্রভাব রাখছে বলে উল্লেখ করা হয়েছে। অনেক ব্যবহারকারীই বিনামুল্যের সফটঅয়্যারের দিকে ঝুকছেন।
মাইক্রোসফটের জন্য একটা ভাল খবর দিয়েছে এনপিডি। সেটা হচ্ছে কি-কার্ড লাইসেন্সিং প্রোগ্রাম। এটা ক্রেডিট কার্ডের আকারের একটি লাইসেন্স যা ব্যবহার করে সফটঅয়্যারকে একটিভেট করা যায়। কম্পিউটারে ইনষ্টল করা অবস্থায় অফিস পেলেও এটা ব্যবহার করে তাকে নিজস্ব করে নেয়া যায়। অফিস ২০১০ এর একতৃতিয়াংশ বিক্রি হয়েছে এই পদ্ধতিতে।

No comments:

Post a Comment