এই ক্যামেরার মুল বৈশিষ্ট খুব সহজে উচু মানের হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যায়। নতুন ব্যবস্থায় যায়গার স্বল্পতা হওয়ার কোন সম্ভাবনা নেই। ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরীতে যেমন ২৪ ঘন্টার ভিডিও রেকর্ড করা যাবে তেমনি নতুন প্রযুক্তির কার্ড ব্যবহার করার সুযোগ থাকায় ২ টেরাবাইট পর্যন্ত মেমোরীকার্ড ব্যবহার করা যাবে।
ভিক্সিয়া এম সিরিজের অন্যান্য ক্যামেরার মত এই ক্যামেরাও আকারে ছোট, পাতলা গড়ন। এতে ক্যাননের নিজস্ব ক্যানন এইচডি ভিডিও লেন্স ব্যবহার করা হয়েছে। এছাড়া ক্যানন এইচডি সিমোস ইমেজ সেন্সর এবং ডিজিক ডিভি ৩ ইমেজ প্রসেসর রয়েছে। অন্যান্য ফিচারের সাথে টাচ প্যানেল এলসিডি ডিসপ্লে রয়েছে এতে।
অন্যান্য বৈশিষ্টে মধ্যে রয়েছে স্মার্ট অটো। এই ব্যবস্থায় ক্যাননের ডিজিক ৩ ইমেজ প্রসেসর নিজে থেকেই উজ্জ্বলতা, রং, দুরত্ব, গতিবিধি ইত্যাদি বিশ্লেষন করে নিজেই সেটিং ঠিক করে নিখুত ভিডিও ধারন করতে পারে। রিলে রেকর্ডিং এর মাধ্যমে একটি মিডিয়া শেষ হলে নিজে থেকেই আরেক মিডিয়া ব্যবহার করতে পারে। পাওয়ার আইএস এর মাধ্যমে ক্যাননের সুপার রেঞ্জ ডায়নামিক ইমেজ ষ্ট্যাবিলাইজেশন স্থির ছবি পেতে সাহায্য করে। মুল ভিডিও ঠিক রেখে এইচডি থেকে এসডিতে কনভার্শনের ব্যবস্থাও রয়েছে।
এতে আই-ফাই অয়্যারলেস মেমোরী কার্ড ব্যবহার করা যাবে।
ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে সেপ্টম্বর থেকে। দাম ৯৯৯ ডলার।
No comments:
Post a Comment