July 2, 2010

ক্রিয়েটিভের অয়্যারলেস ব্লুটুথ স্পিকার Creative Labs D200 wireless Bluetooth speaker

যারা ঘরের মধ্যে তারের জট পছন্দ করেন না কিংবা ইচ্ছে হলেই স্পিকারকে ঘরের বাইরে নিতে চান তাদের জন্য শক্তিশালী অয়্যারলেস স্পিকার বাজারে এনেছে ক্রিয়েটিভ। পিসি কিংবা ল্যাপটপই না, মোবাইল ফোন, এমপিথ্রি প্লেয়ার যেকোন কিছু থেকেই এই স্পিকার ব্যবহার করা যাবে। কাজ করবে ৩০ ফুট দুরত্ব পর্যন্ত। ব্যাটারী থেকে গান শোনা যাবে ২৫ ঘন্টা পর্যন্ত।
স্পিকারটি দেখতে একেবারে সাধারন। ভেতরে দুটি ৩ ইঞ্চি ড্রাইভার রয়েছে। এর সাথে রয়েছে ভলিউম কন্ট্রোল। এছাড়া মোবাইল সেট কিংবা এমপিথ্রি প্লেয়ারকে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করা যাবে।
ব্লুটুথ কানেকটিভিটি ছাড়াও সাধারন অডিও পোর্টও রয়েছে এতে।
পুরো সেটটি একসাথে একটি ইউনিট বলে সহজে যেকোন যায়গায় রাখা যাবে। অয়্যারলেস এবং ছোট বলে উল্লেখ করলেও একে একেবারে ছোট মনে করবেন না। এর মাপ ১৫.৯-৩.৭-৩.৯ ইঞ্চি। ওজন ১.৬৫ কেজি। দাম ১৩০ ডলার। ৪টি ভিন্ন ভিন্ন রঙে কিনতে পাওয়া যাবে।
এর একটি কমদামী মডেল রয়েছে ডি-১০০ নামে। এর দাম ৮০ ডলার।

No comments:

Post a Comment