এটা ব্যবহার হবে শুধুমাত্র উচু মানের ডিভাইসের জন্য। অন্তত ১ গিগাহার্টজ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম প্রয়োজন হবে এজন্য। এছাড়া ৩.৫ ইঞ্চি ডিসপ্লে থাকতে হবে। এন্ড্রয়েড ২.১ এক্লেয়ার এবং ২.২ ফ্রোয়ো আগের মতই কমদামী ডিভাইসের জন্য ব্যবহার হতে থাকবে। এর অর্থ এন্ড্রয়েডকে আনুষ্ঠানিকভাবে দুস্তরে ভাগ করা।
নতুন এন্ড্রয়েড ৩.০ ১২৮০-৭৬০ রেজ্যুলুশন ব্যবহার করবে। এন্ড্রয়েডভিত্তিক ট্যাবলেটগুলির জন্য সহায়ক হবে সেটা। উল্লেখ্য এপল আইপ্যাডের রেজ্যুলুশন ১০২৪-৭৬৮।
নতুন ভার্শনে থার্ড পার্টি ইউজার ইন্টারফেস ব্যবহার বন্ধ করা হবে। এইচটিসি, স্যামসাং, মটোরোলা কিংবা অন্য যারা বর্তমানে এটা করছে তারা ২.১/২.২ এর জন্য তা করতে পারবে।
অক্টোবরের মাঝামাঝি এটা বাজারে আসার কথা। প্রথম ফোন হিসেবে নেক্সাস ওয়ান এটা ব্যবহার করতে পারে, যদি না এরই মধ্যে নেক্সাস ২ বাজারে ছাড়া হয়।
No comments:
Post a Comment