লেনোভো বিশ্বের প্রথম থ্রিডি ল্যাপটপ বাজারে ছেড়ে থ্রিডি প্রযুক্তিতে যোগ দিয়েছে। তাদের আইডিয়াপ্যাড ওয়াই৫৬০ডি ল্যাপটপে শুধু যে থ্রিডি ডিসপ্লে রয়েছে তা-ই না, বরং অন্য সব বিচারে অত্যন্ত শক্তিশালি। এতে রয়েছে ১.৬ গিগাহার্টজ কোর আই-৭ ৭২০ কিউএম প্রসেসর, উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম (৬৪ বিট), ৪ গিগাবাইট ডিডিআর৩ মেমোরী, ১ গিগাবাইট এটিআই রেডঅন এইচডি ৫৭৩০, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার, ৬ সেল ব্যাটারী ইত্যাদি।
কানেকটিভিটি হিসেবে এতে ওয়াইফাই, ব্লুটুথ ২.১ অন্যান্য যাকিছু প্রয়োজন সেগুলি রয়েছে। থ্রিডি ভিডিও কিংবা ছবিই শুধু না, থ্রিডি গেমের জন্য আদর্শ হতে পারে এই ল্যাপটপ। ১৫.৬ ইঞ্চি এই ডিসপ্লে থ্রিডি হিসেবে ব্যবহারের জন্য থ্রিডি চশমা প্রয়োজন হবে। দাম ১৪৯৯ ডলার।
No comments:
Post a Comment