বর্তমানের ক্যামেরাগুলি ক্রমেই ছোট হয়ে আসছে, সেইসাথে বাড়ছে ক্ষমতা। বর্তমানের একটি ডিজিটাল ক্যামেরা কম্পিউটারের চেয়েও দ্রুত ইমেজ প্রসেস করে (অবাক হতে পারেন, তবুও কথা সত্যি)। মানুষের কাছে ক্যামেরার ব্যবহারও ব্যাপকতা লাভ করছে। যে কোন তথ্য অপরিবর্তিত অবস্থায় ধরে রাখা যাচ্ছে এতে। ক্যাননের এই ক্যামেরা এই বিষয়গুলিকে মনে রেখেছে সেইসাথে ভবিষ্যত কল্পনা করেছে একেবারে চুড়ান্ত রকমের।
এখানে পৃথতভাবে ষ্টিল ছবির বিষয় একেবারে উপেক্ষা করা হয়েছে। আপনি ভিডিও করবেন, তারপর সেখান যে কোন সময়ের ফ্রেম আলাদা করে নেবেন। একেবারে নিখুত ছবি পাওয়া যাবে সেখান থেকেই।
ইমেজ ষ্ট্যাবিলাইজেশন কতটা কার্যকর হতে পারে!
বর্তমানে ১০০ মিমি লেন্সের জন্য ষ্ট্যাবিলাইজেশন ছাড়া ভাবা হয় না। সেখানে ৩০০০ কিংবা ৫০০০ মিমি লেন্সে সেটা অস্বাভাবিক রকমের। সেটাই করে দেখানো হয়েছে।
আর এই ক্যামেরা ব্যবহারের জন্য আপনার কতটা দক্ষতা প্রয়োজন!
আপনার প্রয়োজন শুধুমাত্র ফোকাস করা। বর্তমানে ভাল ছবি উঠানোর দক্ষতা যাকে বলা হয় তার কোন প্রয়োজন নেই। কয়েক ডজন মানুষের মধ্যে থেকে ক্যামেরার ইমেজ রিকগনিশন ব্যবস্থায় শুধুমাত্র হাসিমুখগুলির ছবি উঠিয়ে দেখানো হয়েছে প্রদর্শনীতে।
এই ক্যামেরার আশায় আপনার বর্তমান ক্যামেরা এখনই হাতছাড়া করবেন না। কারন এটা হাতে পাওয়ার জন্য ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
No comments:
Post a Comment