বছর দুয়েক আগে ইরানের একজন ছাত্র তৈরী করেছিল সরেনা নামে এক রোবট। দেখতে অনেকটা মানুষের মত এই রোবট চাকা ব্যবহার করে চলতে পারত। তেহরান বিশ্ববিদ্যালয়ের রোবট বিশেষজ্ঞরা এর উন্নত সংস্করন তৈরী করেছেন। এখন এটা মানুষের মত হেটে বেড়াতে পারে। সুরেনা ২ নামের এই রোবট উদ্বোধন করেছেন ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদ স্বয়ং।
সুরেনা নাম নেয়া হয়েছে পারস্যের এক যোদ্ধার নাম থেকে। ৪.৭ ফুট উচু সুরেনার ওজন ৯৯ পাউন্ড। আপাতত সে হাটতে পারে। তার দেখার এবং কথা বলার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে গালফ নিউজ।
No comments:
Post a Comment