June 9, 2010

এন্ড্রয়েড ২.১ নিয়ে স্যামসাং করবি আই-৫৫০০ Samsung i5500 Corby with Android 2.1

স্যামসাং তাদের করবি সিরিজে নতুন আরেকটি মডেল যোগ করার কথা জানিয়েছে। আই-৫৫০০ ছোট আকারের হলেও এতে এন্ড্রয়েড ২.১ এক্লেয়ার থাকবে। সেইসাথে সম্ভাব্য সব ধরনের কানেকটিভিটি। এর আরেক নাম গ্যালাক্সি ৫।
সেটটি দেখতে অন্যান্য করবি সেটের মতই। এবং উল্লেখ করা প্রয়োজন নেই অন্যান্য সব করবি থেকে শক্তিশালী। এতে রয়েছে ৬০০ মেগাহার্টজ প্রসেসর, ২.৮ ইঞ্চি কিউভিজিএ ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, ১০০ মেগাবাইট ষ্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট, ২ মেগাপিক্সেল ক্যামেরা, এক্সিলারোমিটার সেন্সর। কানেকটিভিটি হিসেবে আছে এইচএসডিপিএ সহ থ্রিজি, ডিএলএনএ সহ ওয়াইফাই, এ-জিপিএস সহ জিপিএস, ব্লুটুথ, মাইক্রো-ইউএসবি পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক।
এর র‌্যাম এবং রম কত জানানো হয়নি। ধরে নেয়া যায় ২৫৬ মেগাবাইট। এতে রয়েছে ১২০০ মিলিএম্পিয়ার-আওয়ার ব্যাটারী। বহু ঘন্টা কাজ করার কথা এতে।
স্যামসাং আই-৫৫০০ করবি সপ্তাহখানেকের মধ্যেই বিক্রি শুরু হবে। দাম ২৫০ ডলার।

No comments:

Post a Comment