সেটটি দেখতে অন্যান্য করবি সেটের মতই। এবং উল্লেখ করা প্রয়োজন নেই অন্যান্য সব করবি থেকে শক্তিশালী। এতে রয়েছে ৬০০ মেগাহার্টজ প্রসেসর, ২.৮ ইঞ্চি কিউভিজিএ ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, ১০০ মেগাবাইট ষ্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট, ২ মেগাপিক্সেল ক্যামেরা, এক্সিলারোমিটার সেন্সর। কানেকটিভিটি হিসেবে আছে এইচএসডিপিএ সহ থ্রিজি, ডিএলএনএ সহ ওয়াইফাই, এ-জিপিএস সহ জিপিএস, ব্লুটুথ, মাইক্রো-ইউএসবি পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক।
এর র্যাম এবং রম কত জানানো হয়নি। ধরে নেয়া যায় ২৫৬ মেগাবাইট। এতে রয়েছে ১২০০ মিলিএম্পিয়ার-আওয়ার ব্যাটারী। বহু ঘন্টা কাজ করার কথা এতে।
স্যামসাং আই-৫৫০০ করবি সপ্তাহখানেকের মধ্যেই বিক্রি শুরু হবে। দাম ২৫০ ডলার।
No comments:
Post a Comment