June 8, 2010

এইচটিসি এভো ফোরজি বিক্রির প্রথম দিনে রেকর্ড HTC EVO 4G starts breaking sales records from launch day

যুগান্তকারী মোবাইল ফোন এইচটিসি ইভো ৪জি এর বিক্রি শুরু করেছে মোবাইল কোম্পানী স্প্রিন্ট, আর প্রথম দিনেই বিক্রির আগের রেকর্ড ছাড়িয়ে গেছে অনায়াসে। এর আগে তাদের বেষ্টসেলার ছিল পাম প্রি এবং স্যামসাং ইনসটিংক্ট। কিন্তু এন্ড্রয়েডভিত্তিক ইভো ৪জি (আগে কোডনেম ছিল এইচটিসি সুপারসনিক) এর বিক্রি তাদের তুলনায় এতটাই বেশি যে তাদের ২২ হাজার বিক্রয় কেন্দ্রে একসময় সরবরাহে স্বল্পতা দেখা দেয়।  ১ দিনে বিক্রি ২ লক্ষ।
এইচটিসি এবং স্প্রিন্ট দুজনেই চাহিদা অনুযায়ী সরবরাহের আশ্বাস দিয়েছে। দোকানগুলিতে প্রতিদিন নতুন করে সেটটি পাঠানোর উদ্দ্যোগ নিয়েছে তারা।
এইফাকে এই ফোনের বিস্তারিত আরেকবার জেনে নিন;
এতে রয়েছে ১ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন প্রসেসর, ৪.৩ ইঞ্চি এমোলেড ডিসপ্লে, এন্ড্রয়েড ২.১ অপারেটিং সিষ্টেম (এক্লেয়ার) এবং প্রথমবারের মত ওয়াইম্যাক্স সাপোর্ট। এরসাথে অবশ্যই থ্রিজিও রয়েছে। এছাড়া ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং এইচডিএমআই পোর্ট।

No comments:

Post a Comment