June 8, 2010

এপল আইফোন ৪ Apple iPhone 4 with 720p HD Recording

অবশেষে এপলের আইফোনের নতুন মডেল ঘোষনা করা হয়েছে। নাম আইফোন ৪। এর ছবি প্রকাশ পেয়েছিল আগেই কাজেই সেদিক থেকে চমক নেই। তারপরও চমক লাগানোর মত অনেক কিছুই রয়েছে এতে। এতে রয়েছে আইপ্যাডের মত ১ গিগাহার্টজ এপল এ৪ প্রসেসর এবং মাইক্রোসিম।
এই সেটের পুরুত্ব ৯.৩ মিমি। বড়ি ধাতব হলেও সামনের স্ক্রিনের মত পেছনের দিকও কাচের মত চকচকে। বলা হয় এপল এজন্য কাচকে প্লাষ্টিকের মত ব্যবহার করছে। তারা একে বলে গরিলা গ্লাশ।
১৬ এবং ৩২ গিগাবাইট ধারনক্ষমতার মডেলে বিক্রি হবে আইফোন ৪।  এতে সেকেন্ডারি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে শব্দকে নিখুত করার জন্য। রেটিনা ডিসপ্লে নামের ডিসপ্লে রেজূলুশন খুবই ভাল, ঘনত্ব ৩২৬ পিক্সেল/ইঞ্চি। ডিসপ্লে রেজ্যুলুশন ৬৪০-৯৬০। কন্ট্রাষ্ট রেশিও ৮০০:১।
ক্যামেরার হিসেবে ৫ মেগাপিক্সেল ব্যাকসাইট ইল্যুমিনেটেড সেন্সর, সাথে এলইডি ফ্লাশ লাইট। এতে ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে এবং সেখানেই এই ভিডিও দেখা যাবে। বিল্ট-ইন এডিটর ব্যবহার করে এডিটিংএর কাজও করা যাবে সেটেই। এতে ভিডিও কলের জন্য সেকেন্ডারি ক্যামেরাও যোগ করা হয়েছে। ভিডিও কল করা যাবে শুধুমাত্র ওয়াই-ফাই ব্যবহারের সময়।
এর অপারেটিং সিষ্টেম আইফোন ওএস ৪। এরফলে আইফোন এবং আইপ্যাড একইভাবে কাজ করবে।
অন্যান্যদের মধ্যে রয়েছে কোয়াডব্যান্ড এইচএসডিপিএ/এইচএসইউপিএ, ওয়াইফাই (৮০২.১১এন), এসিষ্টেড জিপিএস, এক্সিলারোমিটার, ডিজিটাল কম্পাস, ব্লুটুথ ২.১ এবং মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন।
জুনের ১৫ তারিখ থেকে এর প্রিঅর্ডার শুরু হবে এবং ২৪ জুন থেকে মানুষের হাতে পৌছাতে শুরু করবে। এই হিসেব অবশ্য আমেরিকা, ফ্রান্স, জার্মানী, বৃটেন এবং জাপানের জন্য। অন্য ১৮টি দেশে বিক্রি হবে ৪ জুলাই থেকে। অক্টোবরে মোট ৮৮টি দেশে এটা বিক্রি করা হবে।
কন্ট্রাক্টসহ আমেরিকায় ১৬ গিগাবাইট ভার্শনের দাম ১৯৯ ডলার, ৩২ গিগাবাইটের দাম ২৯৯ ডলার। আর আগের আইফোন থ্রিজিএস কেনা যাবে ৯৯ ডলারে।
আইফোন ৪ এর ভিডিও ডেমো দেখতে পারেন এখানে http://blog.gsmarena.com/iphone-4-new-features-explained-on-video/

No comments:

Post a Comment