মুলত ফটোগ্রাফাররা তাদের ছবির আলো বিষয়ক সমস্যা দুর করাপর জন্য এটা ব্যবহার করেন। ক্রমেই এই সফটঅয়্যার এতটাই শক্তিশালি সফটঅয়্যারে পরিনত হয়েছে যে ফটোশপে যাকিছু পরিবর্তন করা যায় তার সবই করা যায় ফটোশপের চেয়ে সহজে। যে কারনে ফটোশপের বদলে লাইটুরুম ব্যবহার বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক বছরগুলিতে।
ভার্শন ২ এর সাথে তুলনায় এতে ইন্টারফেস একেবারে নতুনভাবে সাজানো হয়েছে। বিশেষ করে ইমেজ ইমপোর্ট এর বিষয় সহজ করা হয়েছে অনেক। এছাড়া ওয়াটারমার্কিং, কাষ্টমাইজড প্রিন্ট লেআউট, এইচডি ভিডিও স্লাইড শো, ল্যান্ডস্কেপ/পোট্রেট টগল ডিসপ্লে এগুলি নতুন ভার্শনের অন্যান্য বৈশিষ্ট।
ম্যাক এবং উইন্ডোজ দুযায়গায় ব্যবহার করা যাবে। এর দাম ২৯৯ ডলার। তাদের ওয়েবসাইট থেকে ৩০ দিন ব্যবহার উপযোগি ট্রায়াল ভার্শন ডাউনলোড করা যায়।
No comments:
Post a Comment