June 9, 2010

ঘড়ির দাম সোয়া ৫ লক্ষ ডলার

আপনার যদি টেনিসে আগ্রহ থাকে তাহলে হয়ত সরাসরি টিভিতে দেখেছেন স্পেনের রাফায়েল নাদাল কত সহজে ষ্ট্রেট সেটে প্রতিদ্বন্দিকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতলেন। তার টেনিস দক্ষতা দেখে অবাক হলেও একটি বিষয় হয়ত আপনার নজরে আসেনি। তার হাতে লাগানো ঘড়ি। এর দাম মাত্র ৫ লক্ষ ২৫ হাজার ডলার।
রিচার্ড মিলা-র তৈরী এই ঘড়িতে রয়েছে টাইটানিয়াম এবং লাইটাল এলয়। লাইটালের বৈশিষ্ট হচ্ছে এটা একেবারে হালকা। কতটা হালকা ধারনা করতে পারেন ঘড়িটার ওজন থেকে, ভেতরের যন্ত্রপাতিসহ ঘড়ির ওজন ৩.৮৩ গ্রাম। আঘাত পেলে কিংবা ঘসা লাগলে এর কোনরকম ক্ষতি হবে না এটা বলার প্রয়োজন হয় না।
এধরনের ৫০টি ঘড়ি তৈরী করা হবে। অন্যান্য শীর্ষ টেনিস খেলোযারদের হাতে একটা করে দেখা যাবে হয়ত। নিজেকে এই বলে শান্তনা দিতে পারেন, অমন ঘড়ি হাতে না থাকলে খেলোয়ার হবেন কিভাবে!

No comments:

Post a Comment