June 7, 2010

বাংলাদেশে ফেসবুকের নিষেধাজ্ঞা প্রত্যাহার Bangladesh lifts Facebook ban

নিষিদ্ধ ঘোষনার সপ্তাহখানেক পর ফেসবুক বাংলাদেশের জন্য খুলে দেয়া হয়েছে। শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় এবং রবিবার কার্যকর করা হয়। ফেসবুকে নবীর ছবি আহ্বান করা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী নেতা খালেদা জিয়া সহ রাজনৈতিক নেতাদের ব্যাঙ্গাত্মক ছবি ছাপার কারন উল্লেখ করে ফেসবুক বন্ধ করা হয়েছিল।
বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ জানিয়েছেন নেতাদের ব্যাঙ্গাত্মক ছবি সরিয়ে ফেলতে রাজি হয়েছে ফেসবুক। তবে এবিষয়ে বিস্তারিত আরকিছু বলেননি।
আইএসপি এসোসিয়েশনের হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রায় ১০ লক্ষ মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুক বন্ধ করার পর সমাজের বিভিন্ন স্তর থেকে এর প্রতিবাদ জানানো হয়েছিল।

No comments:

Post a Comment