এতে ১০-এক্স জুম কনিকা মিনোল্টা লেন্স রয়েছে। ক্যামেরা অন-অফ করলে নিজে থেকেই লেন্সের ঢাকনা খোলে বা বন্ধ হয়। প্রধান বৈশিষ্ট অবশ্যই অল্প আলোতে ভিডিও করা যায় ভালভাবেই। স্বাভাবিক আলোতে সঠিক উজ্জ্বল রং পাওয়ার বিষয়টি উল্লেখযোগ্য রকমের ভালো হলেও কম আলোর ক্ষেত্রে রং নিয়ে কিছুটা আপত্তি থাকতে পারে। তারপরও ৪০০ মডেল থেকে অনেক উন্নত।
ক্যামেরার আকৃতি সহজে ব্যবহারের উপযোগি। জুম রকার বড় আকারের, সহজে ব্যবহারযোগ্য। ষ্টিল ছবি উঠানোর জন্য নানাধরনের সেটিং রয়েছে। সেন্সর ১০ মেগাপিক্সেল।
এতে স্ট্যান্ডার্ড ডেফিনিশন মোড রেকর্ডিং নেই। শুধুমাত্র হাই ডেফিনিশন মোডে রেকর্ড করতে হবে। ভিডিওর জন্য ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল মেমোরী রয়েছে। এর ডিসপ্লে ২.৮ ইঞ্চি। কোন ভিউ ফাইন্ডার নেই।
ক্যামেরায় নিজস্ব এডিটিং এর ব্যবস্থা বেশ উন্নত। এইচডিএমআই পোর্ট ব্যবহার করে ১০৮০/৬০ কনভার্শনের কাজ করা যায়। এতে টাইম ল্যাপস রেকর্ডিং এবং হাইস্পিড রেকর্ডিং সুবিধে রয়েছে।
ক্যামেরাটিকে ভাল না বলে উপায় নেই তবে দামের বিষয়টিকেও মাথায় রাখতে হয়। এর দাম ১২০০ ডলার। এই দামে আরো ভাল ক্যামেরা পাওয়ার কথা।
No comments:
Post a Comment