June 10, 2010

আসুসের ল্যাপটেপে অয়্যারলেস ১০৮০পি ভিডিও ASUS laptop with WilrlessHD Video

আসুস সাই-বিম ইনক এর অয়্যারলেস এইচডি প্রযুক্তি ব্যবহার করে দুটি ল্যাপটপ বাজারে ছাড়ার ঘোষনা দিয়েছে। এটা বিশ্বের প্রথম ল্যাপটপ যেখানে তারের সংযোগ ছাড়াই ল্যাপটপের সাথে এইচডি টিভির সংযোগ দিয়ে ফুল হাইডেফিনিশন ভিডিও (অথবা গেম) ব্যবহার করা যাবে এবং একই সময়ে কোন সমস্যা ছাড়াই ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করা যাবে।
আসুসের নতুন এই মডেলদুটি হচ্ছে Asus G73JW এবং G53। 
গেম খেলার জন্য বিশেষভাবে তৈরী করা হয়েছে এদেরকে। সেইসাথে ৬০গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে হাইডেফিনিশন ভিডিও ট্রান্সমিটের ব্যবস্থা। এই ব্যবস্থায় অয়্যারলেস ইন্টারনেটের বা হোম নেটওয়ার্কং এর ওপর কোন প্রভাব পড়ে না।
এবছরই এগুলি বাজারে পাওয়া যাবে। এখনও দাম জানানো হয়নি।

No comments:

Post a Comment