June 10, 2010

সনির আলফা সিরিজের দুটি নতুন এসএলআর ক্যামেরা Sony DSLR-A290 & A390

সনির কম দামের মধ্যে এসএলআর ক্যামেরা আনার কথা আগেই শোনা গিয়েছিল। এবার সেটা নিশ্চিত করল তারা দুটি মডেলের ঘোষনা দিয়ে। দুটি ক্যামেরার এপিএস-সি সেন্সর ১৪.২ মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে (আগের মডেল এ২৩০ ছিল ১০ মেগাপিক্সেল)। মুলত নতুন ব্যবহারকারীদের জন্যই এগুলি তৈরী। ব্যবহার যেমন সহজ তেমনি দামও কম।
সাধারনভাবে ক্যামেরাদুটিতে রয়েছে ১৪.২ মেগাপিক্সেল সেন্সর। এরসাথে এ৩৯০ মডেলে রয়েছে কুইক এএফ লাইভভিউ। দুটি মডেলেই ডিসপ্লে ২.৭ ইঞ্চি, অনস্ক্রিন হেল্প গাইড এবং গ্রাফিক ডিসপ্লে এবং এইচডি টিভির জন্য এইচডিএমআই পোর্ট। সনির ব্রাভিয়া টিভির জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে যেখানে রিমোট ব্যবহার করে প্লেব্যাক করা যাবে। এক চার্জে এ২৯০ থেকে ৫০০ ছবি উঠানো যাবে।
জুলাই থেকেই ক্যামেরাগুলি বিক্রি শুরু হওয়ার কথা। দাম যথাক্রমে ৫০০ ডলার ও ৬০০ ডলার।

No comments:

Post a Comment