সাধারনভাবে ক্যামেরাদুটিতে রয়েছে ১৪.২ মেগাপিক্সেল সেন্সর। এরসাথে এ৩৯০ মডেলে রয়েছে কুইক এএফ লাইভভিউ। দুটি মডেলেই ডিসপ্লে ২.৭ ইঞ্চি, অনস্ক্রিন হেল্প গাইড এবং গ্রাফিক ডিসপ্লে এবং এইচডি টিভির জন্য এইচডিএমআই পোর্ট। সনির ব্রাভিয়া টিভির জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে যেখানে রিমোট ব্যবহার করে প্লেব্যাক করা যাবে। এক চার্জে এ২৯০ থেকে ৫০০ ছবি উঠানো যাবে।
জুলাই থেকেই ক্যামেরাগুলি বিক্রি শুরু হওয়ার কথা। দাম যথাক্রমে ৫০০ ডলার ও ৬০০ ডলার।
No comments:
Post a Comment