June 9, 2010

নোকিয়া ৫২৩০ এর কমদামী ভার্শন ৫২২৮ Nokia 5228 is the cheaper 5230

আপনার নিশ্চয়ই জানা আছে নোকিয়ার মাল্টিমিডিয়া পাওয়ারহাউজ নামে পরিচিত ৫৮০০ কে সহজলভ্য করার জন্যই ৫২৩০ মডেল বাজারে ছাড়া হয়েছে। এটাও অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। এবারে তারচেয়েও কমদামী আরেকটি ভার্শন বাজারে আনছে নোকিয়া। ৫২২৮ মডেলের এই সেটের সাথে আপাত দৃষ্টিতে ৫২৩০ এর সাথে কোন পার্থক্য ধরা পরবে না। ভালভাবে ভেতরে লক্ষ্য করলে যা পাওয়া যাবে তা হচ্ছে এটা ৫২৩০ এর জিপিএসবিহীন মডেল।
৫২৩০ এবং ৫২২৮ দুটি মডেলই একই হার্ডঅয়্যার এবং সফটঅয়্যার ব্যবহার করে। দুটিতেই ৩.২ ইঞ্চি রেজিষ্টিভ টাচস্ক্রিন ৩৬০-৬৪০ ডিসপ্লে , ২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা, ভিডিও রেকর্ডিং ইত্যাদি রয়েছে। আরেকটি উল্লেখযোগ্য পার্থক্য হচ্ছে নতুন মডেলে থ্রিজি বাদ দেয়া হয়েছে।
নতুন মডেলে আরো বৈশিষ্টে মধ্যে রয়েছে সিমবিয়ান ওএস ৯.৪ (সিরিজ ৬০ রিলিজ ৫), এজ, ব্লুটুথ কানেকটিভিটি, মাইক্রো ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক। ১৬ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে এতে। এছাড়া ১৩২০ মিলিএম্পিয়ারআওয়ার শক্তিশালী ব্যাটারী রয়েছে।
সেটটি দুটি রঙের ভার্শনে পাওয়া যাবে। একটির সামনের দিক সাদা, অপরটি কালো। আর পেছনের দিকে ৬টি ভিন্ন ভিন্ন রঙ ব্যবহার করা হবে।
সেটটি জুলাই মাসেই বিক্রি শুরু হওয়ার কথা। দাম ১৫০ ডলার।

No comments:

Post a Comment