সাধারনের চেয়ে বেশি এমন নেটবুক খোজ করছেন ? কিংবা এমন ল্যাপটপ যা কিনতে প্রচুর অর্থ ব্যয় করতে হবে না ? দুইয়ের যেকোনটির সাথে তুলনা করতে পারেন এসারের এস্পায়ার ১৫৫১ কে। ১১.৬ ইঞ্চি এলইডি ব্যাকলাইট ডিসপ্লে, ১.৫ গিগাহার্টজ এএমডি টুরিয়ন ২ প্রসেসর। সাথে এটিআই মোবিলিটি রেডঅন এইচডি ৪২২৫ গ্রাফিক্স। এখানেই থেমে নেই বর্ননা। ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৩২০ গিগাবাইট হার্ড ড্রাইভ, ওয়াই-ফাই, এইচডিএমআই পোর্ট, ৫ ঘন্টার ৬ সেল ব্যাটারী।
দাম ৫৫০ ডলার। বাজারে বিক্রি শুরু হয়েছে। কাজেই যারা ল্যাপটপ বিক্রি করেন তাদের কাছে খোজ নিতে পারেন এখনই।
No comments:
Post a Comment