বিনামুল্যের ফটোগ্রাফি বিষয়ক পত্রিকা ফটোগ্রাফি-বিবি এর ২৯ তম সংখ্যা ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। এই সংখ্যায় রয়েছে ড্রামাটিক ল্যান্ডস্কেপ ছবির জন্য টিউটোরিয়াল। সেইসাথে ছোট আকারের ফ্লাশ থেকে ষ্টুডিও ফ্লাশের পার্থক্য এবং পরিচিতি। এছাড়া ক্যামেরার সেন্সরের আকার এবং মেগাপিক্সেল এই দুটি বিষয় ছবি উঠানোর সময় কিভাবে কতটুকু কাজ করে।
এছাড়া ফটোগ্রাফি এরাউন্ড দ্যা ওয়ার্ল্ড সিরিজে টিভি সিরিজ লষ্ট এর শ্যুটিং স্পট ওয়াহু আইল্যান্ড তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, তাদের ওয়েবসাইট থেকে আগের সংখ্যাগুলিও ডাউনলোড করা যায়।
No comments:
Post a Comment