May 13, 2010

মোবাইল ফোনের জন্য থ্রিডি ক্যামেরা world’s first mobile camera module with hi-def 3D videos

একথা সকলেরই জানা, থ্রিডি ভিডিও সময়ের ব্যাপার মাত্র। বর্তমানেই থ্রিডি ভিডিও ক্যামেরা পাওয়া যায়, ষ্টিল ক্যামেরা পাওয়া যায়, মোবাইল ফোনের ডিসপ্লে থ্রিডি করার ঘোষনা দেয়া হয়েছে। এদিকেই আরেকটু এগিয়ে ইলেকট্রনিক্স কোম্পানী শার্প। কিছুদিন আগে তারা মোবাইল ফোনের থ্রিডি ডিসপ্লের কথা জানিয়েছে। এবার তারা থ্রিডি ক্যামেরার মডিউল প্রদর্শন করেছে যা মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। হাই ডেফিনিশন থ্রিডি ভিডিও রেকর্ড করা যাবে এই ক্যামেরায়।
স্বাভাবিকভাবেই থ্রিডি ক্যামেরার বৈশিষ্ট মত এতেও দুই চোখের জন্য একসাথে দুটি ছবি উঠানো হবে, সেজন্য জন্য দুটি লেন্স রয়েছে। দুটি লেন্স একইসাথে কালার, ব্রাইটনেস, অপটিক্যাল এক্সিস ইত্যাদি ঠিক করবে।
এটা ব্যবহার করা যাবে মোবাইল ফোন কিংবা ছোট আকারের ডিজিটাল ক্যামেরায়। এবছরই বানিজ্যিকভাবে এর উপাদন শুরু হবে। তবে নির্দিষ্ট করে কোন যন্ত্রের কথা জানানো হয়নি।

No comments:

Post a Comment