May 13, 2010

মোবাইল ফোনের যুদ্ধ HTC sues to block iPhone, iPad, iPod sales

মোবাইল ফোন নির্মাতাদের একের বিরুদ্ধে অপরের মামলা পরিচিত বিষয়। একেবারে সাম্প্রতিক ঘটনা হচ্ছে তাইওয়ানের কোম্পানী এইচটিসি মামলা করেছে এপলের বিরুদ্ধে। তাদের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই কারনে আইফোন, আইপড এবং আইপ্যাড আমেরিকায় বিক্রি নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে তারা।
গত মার্চ মানে এইটিসির বিরুদ্ধে মামলা করে এপল। তাদের অভিযোগ অন্তত ২০ পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহার করেছে তারা। এরপর থেকেই বিপরীত মামলার জন্য প্রস্তুত ছিল সবাই।
এইচটিসি বলেছে আইফোনে তাদের ডিরেক্টরী ম্যানেজমেন্ট ব্যবস্থা ব্যবহার করা হয়েছে, আইপ্যাডে স্লিপ মোডে কিভাবে ডাটা সংরক্ষন করবে সেটা ব্যবহার করা হয়েছে। কাজেই চীন কিংবা অন্য দেশে তৈরী এপল পন্যগুলি যেন আমেরিকায় বিক্রির অনুমতি না দেয়া হয়।
এইচটিসির বিরুদ্ধে এপলের মামলা অনেকটা পরোক্ষভাবে গুগলের বিরুদ্ধে মামলা করার মতই, যদিও সরাসরি গুগলকে জড়ানো হয়নি। কারন হয়ত এটাই, গুগলের এন্ড্রয়েড ব্যবহার করে স্যামসাং, মটোরোলার মত বড় কোম্পানী। এমনিতেই বিশ্বের সবচেয়ে বড় হ্যান্ডসেট নির্মাতা নোকিয়ার সাথে তাদের বড় ধরনের বিরোধ নিষ্পত্তির অপেক্ষায়।
বাজারে এপলের অবস্থান বর্তমানে ৩ নম্বরে, এইচটিসির থেকে একধাপ ওপরে। তবে এবছর প্রথম ৩ মাসে আমেরিকায় এন্ড্রয়েডের বিক্রি আইফোনকে ছাড়িয়ে গেছে। এপলকে সরিয়ে ২ নম্বরে উঠে এসেছে।
অনেক কোম্পানীই একে অপরের সাথে নিজস্ব চুক্তির মাধ্যমে কাজ করছে। সম্প্রতি এইচটিসি মাইক্রোসফটের সাথে এধরনের একটি চুক্তি করেছে।
এপল এবং এইচটিসি দুটিই অত্যন্ত জনপ্রিয় ফোন। দুটিতেই টাচস্ক্রিন রয়েছে, ফোন ঘুরালে ছবি ঘুরে যায়, জুম করা যায় ইত্যাদি।

No comments:

Post a Comment