May 12, 2010

ইন্টেলের ট্যাবলেট পিসি Intel shows tablet, dual-core Netbook

ট্যাবলেট তৈরী থেকে পিছিয়ে গেছে মাইক্রোসফট এবং এইচপি, আর যোগ দিয়েছে ইন্টেল। তারা জানিয়েছে তাদের ট্যাবলেটের নাম হবে হেরাল্ড। বিনিয়োগকারীদের এক সভায় এটা দেখানো হয়েছে। জানা গেছে এতে ডুয়াল কোর এটম প্রসেসর ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে এইচপি এবং ডেল তাদের নেটবুকে সিংগেল কোর এটম প্রসেসর ব্যবহার করছে। এদের ব্যাটারী স্থায়িত্ব সন্তোসজনক হলেও পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নন অনেকেই। আগামী মাসে ডুয়াল-কোর এটম ব্যবহার করা নেটবুকের ঘোষনা দেয়ার কথা।
ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট এ সম্পর্কে বলেন এতে ইউএসবি থাকবে, সাটা (সিরিয়াল এটিএ) থাকবে, মেমোরীর খরচ কমবে, প্রিন্টার ব্যবহার করা যাবে, আর এতে ডুয়াল কোর থাকবে।
স্পষ্টতই এটা এপলের আইপ্যাডের জন্য একটা চ্যালেঞ্জ।

No comments:

Post a Comment