May 12, 2010

কমদামে সুপারজুম ক্যামেরা Fujifilm FinePix S1800

সুপারজুম ক্যামেরা কিনতে চান কিন্তু টাকায় হচ্ছে না, এমন অবস্থায় যদি পড়েন তাহলে আপনার জন্যই এই ক্যামেরা। ফুজিফিল্মের  ফাইনপিক্স এস-১৮০০। আগের এক পোষ্টে একই শিরোনামে আরেক ক্যামেরার কথা হয়ত পড়েছেন। তার দাম ২৫০ ডলার। আর এটার দাম ২০০ ডলারের নিচে।
১২ মেগাপিক্সেল সেন্সর, ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লের এক ক্যামেরায় রয়েছে ১৮ এক্স অপটিক্যাল জুম (২৮-৫০৪ মিমি)। নতুন ব্যবহারকারীদের জন্য অটোমেটিক সিন রিকগনিশন মোড থেকে শুরু করে অভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য ফুল ম্যানুয়াল মোড সবই রয়েছে এতে। সেইসাথে হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সুবিধে।
দুরের ছবি ষ্পষ্ট পাওয়ার জন্য এতে ডুয়াল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার করা হয়েছে। ১৬০০ পর্যন্ত আইএসও ব্যবহার করা যাবে। অটোফোকাস ট্রাকিং, প্যানোরমা শ্যুটিং মোড এসবও রয়েছে।
প্রশ্ন উঠতে পারে তাদের এস২৫৫০এইচডি মডেল থেকে এর পাথ্যক্য কোথায়। সত্যিকারের পার্থক্য একেবারেই সামান্য, দামী মডেলে বিল্টইন এইচডিএমআই পোর্ট রয়েছে সরাসরি হাইডেফিনিশন টিভিতে সংযোগ দেয়ার জন্য। আপনার হয়ত সেটা প্রয়োজন নেই।
এছাড়া বাকি সবকিছুই এক। এতে এসডি/এসডিএইচসি/এসডিএক্সসি কার্ড ব্যবহার করা যাবে। পাওয়ার দিতে হয় ৪টি এএ ব্যাটারী থেকে (ব্যাটারী ক্যামেরার সাথে দেয়া হয়)।

1 comment: