থ্রিজি মোবাইল নেটওয়ার্কের পরবর্তী সংস্করন ফোরজি বা লং টার্ম এভোল্যুশন সংক্ষেপে এলটিই এবছরই শেষদিকে আমেরিকার বেশকিছু যায়গায় চালু হওয়ার কথা। বলা হয় এর ডাটা ট্রান্সফার রেট ২ থেকে ৫ মেগাবিট/সে এর মধ্যে আপষ্ট্রিম এবং ৫ থেকে ১২ মেগাবিট/সে ডাউনষ্ট্রিম। ভিডিওতে দেখানো হয়েছে একটি ল্যাপটপ ব্যবহার করে ৮,৫৫ মেগাবিট/সে ডাউনষ্ট্রিম পাওয়া গেছে। এরপর ল্যাপটপে থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করে দেখা গেছে তাতে ২.২১ মেগাবিট/মে গতি পাওয়া যায়। সাধারনভাবে এই পরিমান গতি কেবল ব্যবহার করা নেটওয়ার্কে পাওয়া যায়। ফোর-জি এর মত মোবাইল নেটওয়ার্কে এটা বড় ধরনের সফলতা।
এলটিই না ওয়াইম্যাক্স এই দুইয়ের প্রতিদ্বন্দিতা আরো বৃদ্ধি পারে এর মাধ্যমে। ক্লিয়ারঅয়্যার এর ব্যবহার করা ওয়াইম্যাক্সে গড়ে ৩ থেকে ৬ মেগাবিট/সে গতি পাওয়া যায় বলে তাদের দাবী। বর্তমানে আমেরিকার ৩২টি এলাকায় তাদের সার্ভিস চালু রয়েছে। কাজেই প্রাপ্যতার দিক থেকে ওয়াইম্যাক্স এগিয়ে রয়েছে। অন্যদিকে এটিএন্ডটি ফোরজি চালু করবে আগামী বছর। ফোরজি ব্যবহার করা মোবাইল সেটও আগামী বছর বাজারে আসার কথা।
দুই পদ্ধতিরই মুল প্রযুক্তি একই। ক্লিয়ারঅয়্যার ইঙ্গিত দিয়েছে তারা এলটিই এর দিকে যেতে পারে। বাস্তবে দুটিই চালু থাকে নাকি একটি অপরটিকে পিছনে ফেলে সেটা দেখার বিষয়।
No comments:
Post a Comment