ট্রান্সসেন্ড ছোট আকারের শকপ্রুফ পোর্টেবল হার্ডডিস্ক এবং ইউএসবি ফ্লাশ ড্রাইভ (পেনড্রাইভ) বাজারে ছেড়েছে। জেটফ্লাশ ভি-৭০ নামের ৪, ৮ এবং ১৬ গিগাবাইটের ফ্লাশড্রাইভগুলি পরিবেশবান্ধব সিলিকন রাবার দিয়ে তৈরী। ধুলাবালি, পানি কিংবা বড় ধরনের আঘাত থেকেও এগুলি ক্ষতিগ্রস্থ হবে না।
ষ্টোরজেট নামের হার্ডডিস্কগুলি দুই স্তরের শক ডাম্পিং ব্যবস্থায় তৈরী। হাত থেকে পড়ে গেলেও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। ষ্টোরজেট ১৮এম এর মাপ ১.৮ ইঞ্চি, পাওয়া যাবে ১২০ গিগাবাইট ধারনক্ষমতার। আর ষ্টোরজেট ২৫এম পাওয়া যাবে ১৬০, ২৫০, ৩২০, ৫০০ এবং ৬৪০ গিগাবাইটে।
No comments:
Post a Comment