April 10, 2010

তোসিবার হাইডেফিনিশন ভিডিও ক্যামেরা Toshiba Full HD Camileo camcorders

তিনটি আকর্ষনীয় হাই ডেফিনিশন ক্যামেরা নিয়ে ভিডিও ক্যামেরার জগতে পা রাখছে তোসিবা। এদের মধ্যে রয়েছে পকেট সাইজ এস-২০, ছোট আকারের টাচস্ক্রিন এইচ-৩০ এবং এক্স-১০০। ক্যামিলিও সিরিজের এই ক্যামেরাগুলি বর্তমানের ডিজিটাল লাইফ ষ্টাইলের সাথে মানানসই। দামও একেবারে কম। ১৭৯.৯৯ ডলার থেকে শুরু।
বর্তমানের ক্যামেরা হাই ডেফিনিশনের দিকে ঝুকছে। ২০০৯ সালে বাজারে আসা ৪৫ ভাগ ক্যামেরা এইচডি সাপোর্ট করে। ২০১০ সালে তা দাড়াবে ৬০ ভাগে। কাজেই ক্যামেরায় হাই ডেফিনিশন থাকবে এটা স্বাভাবিক। সেইসাথে ষ্টিল ছবি উঠানোর সুযোগ, টিভির সাথে সংযোগ দেয়ার ব্যবস্থা এগুলিও থাকবে ধরে নেয়া যায়। তোসিবা এই বিষয়গুলির সবকিছুই ঠিক রেখেছে তাদের ক্যামেরায়। সেইসাথে ইন্টারনেটের যুগে ইউটিউব ভিডিওর সরাসরি ব্যবহারও নিশ্চিত করা হয়েছে।
ক্যামিলিও এস-২০ ১ ইঞ্চির ৩ ভাগের ২ ভাগ পুরু। ওজন মাত্র ৩.৫ আউন্স। অনায়াসে যে কোন পকেটে রাখা যাবে। ৪ এক্স ডিজিটাল জুম, ৫ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠাতে সক্ষম এই ক্যামেরার দাম ১৭৯.৯৯ ডলার।
ক্যামিলিও এইচ-৩০ আকারে ছোট, ওজন মাত্র ৮ আউন্স। এতে ৩ ইঞ্চি টাচস্ক্রিন এলসিডি রয়েছে। ৫ এক্স অপটিক্যাল জুম, ৪ এক্স ডিজিটাল জুম, ১০ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠাতে সক্ষম এই ক্যামেরার দাম ২৪৯.৯৯ ডলার।
ক্যামিলিও এক্স-১০০ এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এর ওজন ৯.৫ আউন্স। এতে ৩ ইঞ্চি টাচস্ক্রিন এলসিডি রয়েছে। সাথে ১০ এক্স অপটিক্যাল জুম এবং ১০ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানোর ব্যবস্থা। এর দাম ৩৯৯.৯৯ ডলার।

No comments:

Post a Comment