April 11, 2010

এইচপি-র ডিজিটাল ষ্টিল এবং ভিডিও ক্যামেরা HP camcorders and cameras

ডিজিটাল ক্যামেরার নির্মাতা হিসেবে এইচপি-র তেমন পরিচিতি নেই। সাধারন মানের কিছু ষ্টিল ক্যামেরা থাকলেও ভিডিও ক্যামেরার ক্ষেত্রে সেটা আরো কম। তারা এদিকটাতে নতুনভাবে দৃষ্টি দিচ্ছে বোঝা যায় যখন তারা ৫টি নতুন ডিজিটাল ক্যামেরা এবং ৩টি ভিডিও ক্যামেরার ঘোষনা দিল। উল্লেখ করার মত বিষয় হচ্ছে এগুলির দাম একেবারেই কম। ৯৯ ডলার থেকে ১৯৯ ডলার।
এইচপির নতুন দুটি টাচস্ক্রিন মডেলের ভিডিও ক্যামেরা হচ্ছে HP V5061u এবং V5560u । এতে বড় আকারের ৩ ইঞ্চি এলসিডি রয়েছে। ১০৮০পি ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। মোশন ডিটেকশন প্রযুক্তি রয়েছে। ৫৫৬০ মডেলে ৫ এক্স অপটিক্যাল জুম। এতে লিথিয়াম আয়ন ব্যাটারী। আর ৫০৬১ মডেলে ব্যবহার করা হয়েছে পেনসিল (এএ) ব্যাটারী। দুটি এসডি/এসডিএইচসি কার্ড স্লট রয়েছে। ক্যামেরাদুটির দাম যথাক্রমে ১৯৯ ডলার এবং ১৬৯ ডলার।
HP PW550z পয়েন্ট এন্ড শ্যুট ডিজিটাল ক্যামেরায় রয়েছে ৫ এক্স অপটিক্যাল জুম। ২.৭ ইঞ্চি এলসিডি এবং লিথিয়াম আয়ন ব্যাটারী। এতে ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। এর দাম ১৪৯ ডলার।
এছাড়াও সৌখিন ফটোগ্রাফারদের জন্য আরো কয়েকটি ডিজিটাল ক্যামেরা ছাড়া হয়েছে। এদের মধ্যে রয়েছে ৯৯ ডলার দামের HP CW450 পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা। এতে ৪এক্স অপটিক্যাল জুম, ২.৭ ইঞ্চি এলসিডি রয়েছে। ক্যামেরাটি একেবারে পাতলা এবং একহাতে ধরে ব্যবহারের উপযোগি।

No comments:

Post a Comment