April 11, 2010

মানুষের পুর্বপুরুষ খুজতে সাহায্য করল গুগল আর্থ Google Earth Helps Scientists Unearth Possible Human Ancestor

ইন্টারনেট সার্চ এবং গুগল প্রায় সমার্থক শব্দ। শুধু ইন্টারনেটেই না, এবার ইন্টারনেটের বাইরে বাস্তবে গুগলের খোজ করার কাজে সহায়তা করার ঘটনা ঘটেছে। প্রায় ২০ লক্ষ বছর আগের মানুষের পুর্বপুরুষের এক প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। হোমিনিড নামের এই প্রজাতির লম্বা বাহু, ছোট শক্তিশালি হাত, শক্ত পা এসব ছিল। তারা সোজা হয়ে দাড়াতে পারত,  এমনকি মানুষের মত দৌড়াতে পারত।
বিজ্ঞান সাময়িকী সাইন্স-এ প্রকাশিত একে রিপোর্টে বলা হয়েছে লি বার্জার গুগলের আর্থ ব্যবহার করে দক্ষিন আফ্রিকায় এই যায়গার সন্ধান পান। তার মুল কাজ ছিল পুরনো গুহা এবং ফসিলের যায়গার ম্যাপ তৈরী করা। গুগল আর্থ ব্যবহার করে উচু মানের স্যাটেলাইট ইমেজ ব্যবহার করা ছিল তার কাজ। এভাবেই তিনি নতুন যায়গার সন্ধান পান এবং সেখান থেকে একটি অল্প বয়সি পুরুষ এবং একজন নারীর ফসিল পাওয়া যায়। বিজ্ঞানীদের মতে এর বয়স ১৯ লক্ষ বছর।
এর কাছাকাছি যায়গা থেকে বিড়াল, হরিন সদৃশ প্রানী, ইদুর, খরগোস ইত্যাদির কংকালও পাওয়া গেছে।
গুগল আর্থ ব্যবহারের বিষয়টি হয়ত বিজ্ঞানীদের কাছে ততটা গুরুত্বপুর্ন নাও হতে পারে, কিন্তু আবিস্কারটি বিশাল। বিবর্তন সম্পর্কে আগের অনেক তথ্য নতুনভাবে সাজাতে হবে এরফলে।
আর আপনার জন্য তথ্য হচ্ছে, কম্পিউটারের সামনে বসে হয়ত গুগল আর্থ ব্যবহার করে আপনি এমন কোন যায়গা দেখছেন যে যায়গা আগে কেউ দেখেনি।

No comments:

Post a Comment