April 11, 2010

ইউরোপের প্রথম ৪জি নিলাম হতে যাচ্ছে জার্মানীতে Germany holds Europe's first '4G' auction

১০ বছর আগে ৩জি মোবাইল লাইসেন্স দেয়া হয়েছিল। সেটা ছিল আইটি-র জন্য স্বর্ণযুগ। এরপরই ধ্বস নামে টেক-বাবল নামের সেই যুগে। ৩জির ১০ বছর পর ৪জি যাত্রা শুরু করতে যাচ্ছে জার্মানীতে। ১১ এপ্রিল এই নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। একে প্রযুক্তির ক্ষেত্রে রীতিমত বিপ্লব বলে মনে করছেন অনেকেই। এতে অংশ নিচ্ছে বিশ্বের সেরা মোবাইল অপারেটর ভোডাফোন, টি-মোবাইল এর মত কোম্পানী। যদিও আগেরবার জার্মান সরকার পেয়েছিল প্রায় ৭ হাজার কোটি ডলার পরিমান অর্থ, এবার সেতুলনায় অনেক কম পাবারই সম্ভাবনা।
৪জি বা লং টার্ম এভোল্যুশন (এলটিই) ব্যবহার করে মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যাবে। কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের সাহায্যে যে ফোন ব্যবস্থা এখনও চালু আছে সে যায়গা দখল করবে মোবাইল ফোন। আরেকটি বড় সুবিধা, যে এলাকাগুলি এখনও ব্রডব্যান্ডের আওতার বাইরে রয়েছে সেগুলি চলেআসবে দ্রুতগতির ইন্টারনেটের আওতায়।

No comments:

Post a Comment