ফায়ারফক্সের ফেনেকের পর এবার গুগলের ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহারের সুযোগ এনে দিল নোকিয়া তাদের এন-৯০০ মোবাইল ফোনে। এখনও একেবারে প্রাথমিক পর্যায়ের, আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়নি তবে আগ্রহ সৃষ্টি করার জন্য যথেষ্ট। ডেভেলপারের ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করা যাবে এটা।
ক্রোমিয়াম বা সংক্ষেপে ক্রোম ব্রাউজারে এখনও কিছু সমস্যা রয়েছে বলে বলা হয়েছে, তবে ব্যবহারযোগ্য। ব্রাউজার হিসেবে সব কাজই করতে পারে। এছাড়া এতে ফ্লাশ সাপোর্ট রয়েছে। নোকিয়ার এন-৯০০ মেমো অপারেটিং সিষ্টেমে চলে। আপনার এই সেট থাকলে ব্যবহার করে দেখতে পারেন।
No comments:
Post a Comment