ক্যামেরা যত ভালই হোক না কেন, তোলার পর কিছুটা ঠিক করে নিতে হয় সফটঅয়্যারে। ফটোশপে কিভাবে কাজটি করবেন জেনে নিন। এখানে ফটোশপ সিএস-৩ ব্যবহার করা হয়েছে।
নাইকন ডি-৯০ ক্যামেরায় উঠানো মুল ছবিটি দেখুন।
সাধারনত ছবিতে প্রধান সমস্যা পাওয়া যায় এক্সপোজার বিষয়ে। আলো কম অথবা বেশি হয়। খুব সহজে ঠিক করার জন্য অটো লেভেল কমান্ড ব্যবহার করুন।
কখনো কখনো অটো লেভেল ব্যবহারে ছবির সত্যিকারের রঙ হারিয়ে যায়। যেমন সুর্যোদয় কিংবা সুর্যাস্তের ছবিতে যে রঙের আভা থাকে তা নষ্ট হয়। এমন ছবির ক্ষেত্রে নিজের পছন্দমত লেভেল কন্ট্রোল করুন। ৩টি স্লাইডার মাউস দিয়ে সরিয়ে ফলাফল দেখুন।
ছবির আরেকটি সমস্য আলোর যায়গায় বেশি আলো কিংবা ছায়ার যায়গায় খুবই কম আলো। এই বিষয়টি ঠিক করার জন্য হাইলাইটস/স্যাডো কমান্ড ব্যবহার করুন। স্যাডো, হাইলাইটস, কালার, মিডটোন ইত্যাদি পরিবর্তন করে ফলাফল দেখুন।
No comments:
Post a Comment