April 9, 2010

আইফোনে মাল্টিটাস্কিং যোগ হচ্ছে Apple iPhone to get multitasking

এপলের আইফোন এই আইপ্যাড জনপ্রিয়তায়  অন্যদের ছাড়িয়ে গেলেও একটি বিষয়ে পিছিয়ে ছিল অন্যদের থেকে। এতে মাল্টিটাস্কিং নেই। অর্থা একবারে একটিমাত্র সফটঅয়্যার চালু রাখা যায়। সেই সীমাবদ্ধতার অবসান ঘটতে যাচ্ছে। আইফোন ওএস ৪ এর ঘোষনা দেয়ার সময় এপল প্রধান ষ্টিভ জবস একথা জানিয়েছেন। এবছরই আইফোন এবং আইপ্যাডে মাল্টিটাস্কিং সুবিধে যোগ হবে।

মাল্টিটাস্কিং এর ফলে কোন কোন কাজ সহজ হবে। বিশেষ করে ইন্টারনেট ব্যবহার। একই সংগে স্কাইপি ব্যবহার এবং ইন্টারনেট ব্রাউজিং এর মত একাধিক কাজ করা যাবে। বিনামুল্যের এই আপডেটে ফলে অন্য যে সুবিধেগুলি পাওয়া যাবে তারমধ্যে রয়েছে একাধিক ইমেইল একাউন্টের মেইল একটি ইনবক্সে ব্যবহার, ব্লুটুথ ব্যবহার করে আইফোনের সাথে কিবোর্ডের সংযোগ ইত্যাদি। তবে এখন পর্যন্ত ফ্লাশ সাপোর্ট যোগ করা হয়নি।
আইফোন, আইপড টাচ এবং আইপ্যাডের জন্য এই ওএস ছাড়া হলেও কোন কোন ফিচার শুধুমাত্র নতুন মডেলগুলিতে কাজ করবে। যেমন মাল্টিটাস্কিং কাজ করবে শুধুমাত্র থ্রিজিএস সেটে, আগের থ্রিজি কিংবা অন্য মডেলে কাজ করবে না। আইপড টাচের ক্ষেত্রে গতবছর শেষদিকে বাজারে আসা সেটগুলি ব্যবহার করা যাবে এই অপারেটিং সিষ্টেমে।
অনুষ্টানে এপলের বিজ্ঞাপন ব্যবস্থা আই-এ্যাড নি্য়েও কথা বলেন জবস। তাদের ফোনে অন্যরা বিজ্ঞাপন ব্যবহারের সুযোগ পাবে এবং এজন্য আয়ের ৬০ ভাগ তাদের দেয়া হবে। ব্যবহারকারীরা এই বিজ্ঞাপনের বিরক্ত হবেন না বলেও তিনি উল্লেখ করেন। বিজ্ঝাপনী সংস্থা এ্যাডমোব কোনার চেষ্টা করে গুগলের সাথে পেরে ওঠেনি একথাও জানান তিনি।
ষ্টিভ জবস আরো জানান এপর্যন্ত সাড়ে চার লক্ষ আইপ্যাড বিক্রি হয়েছে। আগে জানানো হয়েছিল বিক্রি শুরুর প্রথম দিনে বিক্রি হয়েছে ৩ লক্ষের বেশি।

No comments:

Post a Comment