চিকিৎসার ক্ষেত্রে এমআরআই স্ক্যানের কথা নিশ্চয়ই জানেন। এই পদ্ধতিতেই মস্তিস্ক স্ক্যান করবে এই সফটঅয়্যার। মস্তিস্কের কোন অংশ কাজ করছে সেটা বিশ্লেষন করবে। তারপর সেটা থেকে সেই ব্যক্তি কি চিন্তা করছে সেটা বলে দেবে। ইন্টেলের ডিন পোমার্লি বলছেন, এটা ৯০ ভাগ সঠিক তথ্য দেবে।
বৈজ্ঞানিক কল্পকাহিনীর মত কোন অপরাধী এটা ব্যবহার করবে ধরে নেবেন না। বাস্তবে মারাত্মভাবে অসুস্থ ব্যক্তিকে সহায়তা করবে এই যন্ত্র। বর্তমান সময়ের সবচেয়ে প্রতিভাবান বিজ্ঞানী ষ্টিফেন হকিং এর কথা মনে আসতে পারে। তিনি কথা বলতে পারেন না, ঠোট নাড়াতে পারেন না। মুখের সামান্যতম কম্পন থেকে অন্যকে ধরে নিতে হয় তিনি কি বলছেন। হয়ত অবাক হতে পারেন জেনে, তার এই অভিব্যক্তি থেকেই নোট নিয়ে বৈজ্ঞানিক তত্ত্ব খাড়া করছে তার এক ছাত্র।
কল্পনাকে আরেকটু বাড়িয়ে নিন। অবতার ছবিটি কি দেখেছেন ? হয়ত অবতারের মত একজনের চিন্তা আরেকজনকে নির্দেশ দেবে এই ব্যবস্থায়। ইন্টারনেট-মোবাইল ফোনের যুগে সেটা খুবই সম্ভব।
আপাতত খবর হচ্ছে এনিয়ে গবেষনা এখনও শেষ হয়নি। মুলত প্রসেসর এবং হার্ডঅয়্যার নির্মাতা হলেও ইন্টেল অনেক বৈজ্ঞানিক আবিস্কারের ক্ষেত্রে অগ্রনী ভুমিকা রেখেছে আগে। এটাও চমকে দেয়ার মত সাফল্য আনতে পারে।
No comments:
Post a Comment