April 8, 2010

বিনামুল্যের মাইক্রোসফট অফিস Microsoft's free Office

এবছরই নতুন কেনা কম্পিউটারে বিশেষ ভার্শনের মাইক্রোসফট অফিস সফটঅয়্যারটি দেয়ার ব্যবস্থা চালু করছে মাইক্রোসফট। অফিস ষ্টার্টার ২০১০ নামের এই সফটঅয়্যারটি তাদের মাইক্রোসফট ওয়ার্কস এর স্থান দখল করবে বলে বলা হচ্ছে। মাইক্রোসফট নিজে এবিষয়ে বিস্তারিত জানায়নি। তবে তাদের একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রিস ক্যাপোসেলা কিছাটা ধারনা দিয়েছে এতে কি সুবিধে থাকবে, কি বাদ পড়বে।
নতুন এই ভার্শনে মুল অফিষ থেকে কিছু ফিছার বাদ দিয়ে ব্যবহারকারীদের বিনামুল্যে ব্যবহারের সুযোগ দেয়া হবে। এর সাথে বিজ্ঞাপন জুড়ে দেয়া হবে। প্রতি ৪৫ সেকেন্ড পরপর বিজ্ঞাপনটি দেখা যাবে। মুলত মুল সফটঅয়্যারের প্রচার সম্পর্কিত বক্তব্য থাকতে বিজ্ঞাপনে।
এর ওয়ার্ড সব ধরনের ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে দেখাতে পারবে, তবে এতে ম্যাক্রো, অটোমেটেড কন্টেন্ট টেবিল, কমেন্ট ইত্যাদি তৈরী করার সুযোগ পাবে না।
এক্সেল এর ক্ষেত্রেও ব্যবহারকারী সবধরনের ডকুমেন্ট ওপেন করার সুযোগ পাবে কিন্তু কিছু কিছু কাজ করা যাবে না, যেমন পিভট টেবিল, পিভট চার্ট ইত্যাদি।
এতে পাওয়ার পয়েন্ট থাকবে না। যারা সবকিছু ব্যবহার করতে চান কিংবা পাওয়ারপয়েন্ট ব্যবহার করতে চান তারা প্রোডাক্ট কি কিনতে পারবেন।
মাইক্রোসফটের ধারনা অল্পদিনের মধ্যেই ৮০ ভাগ কম্পিউটারে অফিস ষ্টার্টার ব্যবহার করা হবে।
এমনিতে তাদের ওয়ার্কস ব্যবহার করে খুবই অল্পসংখ্যক ব্যবহারকারী। অন্যদিকে অফিস বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এপ্লিকেশন সফটঅয়্যার। কেউ কেউ মন্তব্য করছেন এর বিরুপ ফল ফলতে পারে। অনেকে এটাই মুল অফিসের বিকল্প হিসেবে ব্যবহার করে যেতে পারে।

No comments:

Post a Comment