April 8, 2010

আইপ্যাডের খরচ ২৬০ ডলার Apple iPad Costs $260 to Build

প্রযুক্তি জগতে আলোড়ন তোলা এপলের আইপ্যাডের সর্বনিম্ন দাম ৪৯৯ ডলার। ১৬ গিগাবাইট ওয়াই-ফাই ভার্শন কিনতে এই পরিমান অর্থই দিতে হবে আপনাকে। গবেষনা সংস্থা আই-সাপ্লাই এর ভেতরের নাড়িনক্ষত্র বিশ্লেষন করে জানাচ্ছে এটা তৈরীতে ব্যবহৃত যন্ত্রপাতির দাম ২৫০.৬০ ডলার। এরসাথে তৈরীর খরচ এবং আনুসাঙ্গিক অন্যান্য সব খরচ যোগ করলে সব মিলিয়ে হবে ২৫৯.৬০ ডলার।
আই-সাপ্লাইয়ের হিসেবের পদ্ধতি নিয়ে সন্দেহ করার তেমন সুযোগ নেই। তারা সারাবছর এধরনের গবেষনার একাজই করে। মাদারবোর্ড-প্রসেসর ইত্যাদির দাম দিয়ে শুরু না করে তারা আইপ্যাডের দাম হিসেব করেছে ইউজার ইন্টারফেসের দিক থেকে। হার্ডঅয়্যারের অংশ হিসেবে এর ডিসপ্লে সবচেয়ে দামী। এলজি-র তৈরী এই অংশটির দাম ৬৫ ডলার, পুরো আইপ্যাড হার্ডঅয়্যারের চারভাগের একভাগ।
এরপর টাচস্ক্রিন এর অন্যান্য আনুসাঙ্গিক খরচ। তৈরী করেছে উইনটেক, এরজন্য খরচ ৩০ ডলার। এরপর আইপ্যাডের ফ্লাশ মেমোরী, ১৬ গিগাবাইটের দাম ২৯.৫০ ডলার। এরপর লিথিয়াম পলিমার ব্যাটারী, দাম ২১ ডলার।
আইপ্যাডে ব্যবহার করা এ-ফোর প্রসেসরের দাম মাত্র ১৯.৫০। এটা ডিজাইন করেছে এপলের নিয়ন্ত্রনাধীন পিএ সেমি এবং তৈরী করেছে স্যামসাং।
তুলনার জন্য বলা যায়, আইফোন থ্রিজিএস এর যন্ত্রপাতির খরচ ১৭২.৪৬ ডলার, তৈরীর খরচ ৬.৫০ ডলার সব মিলিয়ে খরচ ১৭৮.৯৬ ডলার। আইপ্যাডের থেকে প্রায় ৮০ ডলার কম।

No comments:

Post a Comment