April 7, 2010

ক্যাননের কার্ডভিত্তিক প্রফেশনাল ক্যামেরা Canon Announces Tapeless Pro Camcorders: XF305 and XF300

ক্যানন কার্ডত্তিক দুটি নতুন প্রফেশনাল ভিডিও ক্যামেরার ঘোষনা দিয়েছে। ক্যাননের জন্য টেপের বাইরে এটাই প্রথম এধরনের ক্যামেরা। দুটি ক্যামেরাতেই এমপেগ-২ কম্প্রেশন ব্যবহার করা হবে। এমাসেই লাস ভেগাসের সন্মেলনে এগুলি দেখানো হবে এবং জুনে বাজারে পাওয়া যাবে।
দুটি মডেলেই ডুয়াল কম্প্যাক্ট ফ্লাশ (সিএফ) কার্ড ব্যবহার করা হয়েছে। এই কার্ডগুলির দাম অন্য প্রফেশনাল কার্ডের (এসএক্সএস কিংবা পি-টু) থেকে কম, তবে ডাটা ট্রান্সফার রেটও কম। এর বাইরে প্রিসেট ডাটা রেকর্ডের জন্য এসডি কার্ড স্লট রয়েছে।
দুটি ক্যামেরাতেই ফুল হাই ডেফিনিশন ভিডিও ৫০ মেবা/সে রেকর্ড করা যাবে। ফেব্রুয়ারীতে ঘোষনা দেয়া তাদের নতুন এমপেগ-২ কোডেক ব্যবহার করা হয়েছে এতে। দুটি ক্যামেরাতেই ৩০পি, ২৪পি মোড রয়েছে, এমনকি ষ্ট্যান্ডার্ড ডেফিনিশন মোডও রয়েছে। এছাড়া ভ্যারিয়েবল ফ্রেম রেট রেকর্ডিং সুবিধে রয়েছে।
দুটি মডেলের কোনটিতেই লেন্স পাল্টানোর ব্যবস্থা নেই। এগুলিতে ১৮ এক্স জুম লেন্স এবং ৩টি ১/৩ ইঞ্চি সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে।
দুটি ক্যামেরাতেই ৪ ইঞ্চি এলসিডি ডিসপ্লে এবং ০.৫২ ইঞ্চি ভিউফাইন্ডার রয়েছে। কন্ট্রোল তাদের টেপভিত্তিক ক্যামেরার মতই। সব ধরনের প্রফেশনাল কানেকটিভিটি রয়েছে দুটি মডেলেই।
এক্সএফ-৩০৫ মডেলের দাম ৭৯৯৯ ডলার এবং এক্সএফ-৩০০ মডেলের দাম ৬৯৯৯ ডলার।

No comments:

Post a Comment