দুটি ফোনের তথ্য অত্যন্ত গোপন রেখে তৈরী করেছে মাইক্রোসফট। এখন পর্যন্ত প্রায় কিছুই জানা যায়নি ফোনদুটি সম্পর্কে। সেকথা মাথায় রেখে যে ছবি পাওয়া গেছে তাতেই খুশি থাকতে হয়।
ছবি থেকে যা জানা যায় তা হচ্ছে, দুটি ফোনেই স্লাইডিং ফুল কিবোর্ড রয়েছে। অন্তত একটিতে টাচস্ক্রিন রয়েছে সেটা নিশ্চিত। দুই ফোনেই সোস্যাল নেটওয়ার্ক ব্যবহার করা যাবে এবং জুন-এর মিউজিক ব্যবহার করা যাবে।
এতে অপারেটিং সিষ্টেম হিসেবে সিই থাকবে। উইন্ডোজ ফোন ৭ কিংবা উইন্ডোজ মোবাইল ৬.৫ ব্যবহারের কোন সম্ভাবনা নেই। দাম বা অন্যকিছুই জানা যায়নি।
No comments:
Post a Comment