April 7, 2010

ভারতে থ্রিজি নিলাম হবে শুক্রবার India's 3G auction set to start Friday

অবশেষে থ্রিজি লাইসেন্স দেবার দিন নির্দিষ্ট হয়েছে ভারতে। আগামী শুক্রবার ভারতের মোবাইল কোম্পানীগুলি এজন্য নিলামে অংশ নেবে। সরকার আশা করছে এথেকে ৮০০ কোটি ডলারের। এজন্য সর্বনিম্ন দর হাকা হবে ৭৮ কোটি ডলার। ৯টি কোম্পানীর এতে অংশ নেয়ার কথা।
অংশগ্রহনকারীদের মধ্যে রয়েছে ভারতে বড় সারির কোম্পানী ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স কমুনিকেশনস। এছাড়া ভোডাফোন, ডোকোমো এসব বিদেশী কোম্পানীর সহায়তা নিয়ে অন্য কোম্পানীও অংশ নিচ্ছে।
বর্তমানে ভারতে মোবাইল ফোনের বাজার বৃদ্ধি পাচ্ছে মাসে দেড় থেকে দুকোটি গ্রাহক হারে। সবশেষ হিসেব অনুযায়ী ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫৫ কোটি। ১২০ কোটি মানুষের দেশে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে ধরে নেয়া হয়।
থ্রিজি নেটওয়ার্ক চালু হলে সেবার মান উন্নত হবে, দ্রুতগতিতে ডাটা ট্রান্সফার করা যাবে এবং ইন্টারনেট ব্যবহার করে মিউজিক, ভিডিও ইত্যাদি আরো দ্রুত ডাউনলোড করা যাবে।

No comments:

Post a Comment