April 1, 2010

যেকোন সফটঅয়্যারকে ওপেনসোর্স বানানোর সফটঅয়্যার New Application Could Make All Software 'open Source'

ওপেনসোর্স সফটঅয়্যার কি নিশ্চয়ই জানেন। এই সফটঅয়্যারের কোডগুলি যে কেউ ব্যবহার করতে পারে, পরিবর্তন করে নিজের মত করে নিতে পারে। বিপরীতে এপল কিংবা মাইক্রোসফটের সফটঅয়্যারের কোড জানার কোন সুযোগ নেই। তারা যেভাবে তৈরী করে দেবে সেভাবেই ব্যবহারে সন্তুষ্ট থাকতে হবে আপনাকে। এগুলোকেও ওপেনসোর্স সফটঅয়্যারে পরিনত করার জন্য সফটঅয়্যারের কথা জানিয়েছের ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষক।
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এসিষ্ট্যান্ট প্রফেসর জেমস ফোগার্টি এনিয়ে কাজ করছেন ডক্টরেটের ছাত্র মরগ্যান ডিক্সনের সাথে। তার ভাষায়, ডিসপ্লেতে আমরা যাকিছু দেখি সবই তৈরী হয় পিক্সেল দিয়ে। বিশেষ এক ধরনের প্রিফ্যাবরিকেটেড কোড (প্রিফ্যাব) ব্যবহার করে সেই পিক্সেল বিশ্লেষন করা সম্ভব এবং তাকে পরিবর্তন করা সম্ভব।
ফোগার্টি দুবছর ধরে এনিয়ে কাজ করছেন। তার কাজের একটি ভিডিও দেখানো হয়েছে ইউটিউবে (http://www.youtube.com/watch?v=lju6IIteg9Q&feature=player_embedded#)। আগামী ১৪ এপ্রিল তার সফটঅয়্যারের এক প্রদর্শনী করার কথা। সেখানে দেখানো হবে এডবি ফটোশপ ব্যবহার করে একই সময়ে অনেকগুলি প্রিভিউ এর ব্যবহার। যেখানে একই সময়ে কালার, কন্ট্রাষ্ট ইত্যাদি পরিবর্তন করে একই মনিটরে একসাথে সেগুলি দেখা যাবে।
এধরনের পরিবর্তন এপল, মাইক্রোসফটের আইনি সমস্যার সামনে পরবে এটা নিশ্চিত। তারপরও তিনি বলছেন, এটা তাদের অনেক কাজেও আসবে।

No comments:

Post a Comment