April 1, 2010

ভারতে ১৩০ কোটি ডলারের কাজ পেল এরিকশন Ericsson wins $1.3 billion India contract

সুইডেনের টেলিকমিউনিকেশন কোম্পানী এরিকশন ভারতে ১৩০ কোটি ডলারের কন্ট্রাক্ট পেয়েছে। ভারতের মোবাইল অপারেটর ভারতী এয়াটেলের নেটওয়ার্ক উন্নয়নের কাজ করবে তারা। এর ফলে এয়ারটেল ব্যবহারকারীরা উন্নত শব্দ এবং দ্রুতগতির ডাটা আদানপ্রদানের সুযোগ পাবে, বলা হয়েছে এরিকশনের পক্ষ থেকে।
এই চুক্তির ফলে এয়ারটেল তাদের সেবার পরিধি গ্রামাঞ্চলে নিতে পারবে। ভারতের ২২টি এলাকার ১৫টিতে নেটওয়ার্ক স্থাপন এবং আপগ্রেড করবে এরিকশন।

No comments:

Post a Comment