April 1, 2010

রেড ডট ডিজাইন পুরস্কার পেল কাটা, নাইকন red dot award: product design 2010

২০১০ সালের রেডডট ডিজাইন পুরস্কার পেয়েছে ক্যামেরা ব্যাগ কাটা। অত্যন্ত সন্মানজনক এবং বিশ্বস্বীকৃত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৫৭টি দেশের ১৬০০ কোম্পানী। এরই মধ্যে এন্টারটেইনমেন্ট টেকনোলজি এন্ড ক্যামেরা বিভাগে বিভাগে কাটার তৈরী বাম্বল বি আলট্রা লাইট ক্যামেরা ব্যাগ পুরস্কার জেতে। গতবছর এই বিভাগে পুরস্কার জিতেছিল আইপড ন্যানো এবং নাইকন ডি-৩।
পুরস্কারজয়ী হিসেবে ব্যাগটি জার্মানীতে রেডডট ডিজাইন মিউজিয়ামে রাখা হবে। এছাড়া রেডডট ইয়াবুকে ছাপা হবে এবং অনলাইন প্রদর্শনীতে দেখানো হবে।
বাম্বলবি ২২২ ইউএল ব্যাগটিতে ৭০-২০০ লেন্স লাগানো অবস্থায় প্রফেশনাল ডিএসএলআর রাখা যাবে। এছাড়া পৃথক আরেকটি বডি, ৪টি লেন্স, ফ্লাশ, এক্সেসরিজ এবং ১৭ ইঞ্চি ল্যাপটপ রাখা যাবে। নাম থেকেই ধরে নেয়া যায়, ব্যাগটি একেবারেই হালকা ওজনের। বিস্তারিত জানার জন্য তাদের ওয়েবসাইট দেখুন

প্রতিযোগিতায় নাইকনের দুটি ক্যামেরা পুরস্কার জিতেছে। একটি তাদের কুলপিক্স সে১০০০পিজে, অপরটি ডিজিটাল এসএলআর ডি-৫০০০। ১২.১ মেগাপিক্সেল, ৫ এক্স অপটিক্যাল জুমের কুলপিক্স ক্যামেরাটি বিশ্বের প্রথম ক্যামেরা যেখানে প্রজেক্টর রয়েছে। ছবি উঠানোর পর সরাসরি দেয়াল বা স্ত্রীনে বড় আকারে দেখা সম্ভব এই ক্যামেরা থেকেই। বর্তমানে ক্যামেরা এবং প্রজেক্টর দুটি কারনেই ক্যামেরাটি অত্যন্ত জনপ্রিয়।
অপর ক্যামেরা ডি-৫০০০ তাদের ডিএক্স ফরম্যাটের মধ্যে সবচেয়ে কমদামের ক্যামেরা। এতে অত্যন্ত্ কার্যকর ভ্যারি-এঙ্গেল ডিসপ্লে রয়েছে। ডি-মুভি ফাংশনের মাধ্যমে মুভি রেকর্ড করা যায়।
দুটি ক্যামেরার রিভিউ আগে প্রকাশ করা হয়েছে।

No comments:

Post a Comment