April 3, 2010

শার্পের থ্রিডি মোবাইল ডিসপ্লে 3-D displays for mobile devices

থ্রিডি মুভি কিংবা থ্রিডি টিভি এখন আর খবর নেই। সনি, প্যানাসনিক, স্যামসাং, এলজি এরা বিক্রি শুরু করেছে অথবা করতে যাচ্ছে। হয়ত এরই মধ্যে জেনেও গেছেন সনি ফিফা ওয়ার্ল্ডকাপের খেলা থ্রিডিতে দেখাবে। একেবারে নতুন খবরও হয়ত শুনেছেন, চলতি আইপিএল এর সেমিফাইনাল-ফাইনাল দেখানো হবে থ্রিডিতে। শার্পের জন্য খবর হচ্ছে তারা এই ডিসপ্লে ব্যবহার করছে মোবাইল ফোনে এবং এটা ব্যবহারের জন্য চশমা প্রয়োজন হয় না।
তারা সেখানে থ্রিডি এনিমেশন, থ্রিডি ছবি এবং থ্রিডি ভিডিও ক্যামেরা সংযোগ দিয়ে দেখিয়েছে। তবে আপাতত খারাপ খবর হচ্ছে এই ডিসপ্লে মাত্র ৩ ইঞ্চি এবং সেটা দেখার জন্য চোখ থেকে সর্বাধিক ১ ফুট দুরত্বে রাখা যায়। শার্প জানিয়েছে তারা এই প্রযুক্তি ভবিষ্যতে টিভিতে ব্যবহার করবে। তখন এই দুরত্বের সমস্যাটি ঠিক করা হবে। আপাতত এগুলি ব্যবহার করা যাবে মোবাইল ফোন, হ্যান্ডহেল্ড গেম ডিভাইস এবং ডিজিটাল ক্যামেরায়।
এখানে থ্রিডি এনিমেশনকে সাধারন থ্রিডির ছোট সংস্করন বলেই মনে হয়েছে। সাধারন ছবিকে থ্রিডি করার পর কিছুটা অস্বচ্ছ মনে হয়েছে, তারপরও ছবি শেয়ার করার জন্য ব্যবহারযোগ্য। এর সবচেয়ে বড় প্রয়োগ হতে যাচ্ছে সম্ভবত গেমের ক্ষেত্রে। নিনটেনডো আগেই জানিয়েছে তারা ছোট আকারের থ্রিডি গেম ডিভাইস আনতে যাচ্ছে। সম্ভবত তারা ব্যবহার করতে যাচ্ছে এটা।
শার্পের মতে থ্রিডি একসময় টু-ডিকে বিদায় করবে, যেভাবে কালার একসময় সাদাকালোকে বিদায় করেছে।
এমাসেই বানিজ্যিকভাবে এটি তৈরী শুরু হবে বলে জানিয়েছে তারা।

No comments:

Post a Comment