April 5, 2010

ইটানিয়াম বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট Microsoft Ending Support for Itanium

মাইক্রোসফট তাদের ইটানিয়ামের সাপোর্ট বন্ধ করে দিচ্ছে। এটা তাদের সার্ভারের বর্তমান অপারেটিং সিষ্টেম। সাম্প্রতিক এক ব্লগ পোষ্টে একথা প্রকাশ পেয়েছে। ইন্টেল ইটানেমিয়াম আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরী। একজন সিনিয়ন টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজারের ভাষায়, এসকিউএল সার্ভার ২০০৮ রিলিজ ২ এবং ভিজুয়াল ষ্টুডিও ২০১০ ইটানিয়াম সাপোর্টেড সবশেষ ভার্শন।
ইন্টেলের জন্য এটা একটা খারাপ খবর। তারা ৬৪ বিটের ইটানিয়াম প্রসেসরকে সার্ভারের জন্য বাজারজাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারীতে তারা কোয়াড কোর ভার্শন বাজারে ছেড়েছে। তবে মাইক্রোসফটের আগে রেড হ্যাট লিনাক্স গত জানুয়ারীতেই জানিয়েছে তাদের লিনাক্সের পরবর্তী ভার্শনে ইটানিয়াম সাপোর্ট রাখবে না।
কেউ কেউ বলছেন এতে অবাক হওয়ার কিছু নেই। মাইক্রোসফট এতদিন ইটানিয়ামকে যে মর্যাদা দিত সে যায়গা দখল করতে যাচ্ছে সাম্প্রতিক আরো শক্তিশালি জিয়ন ৭৫০০ সিরিজ প্রসেসর। এছাড়া এক্স৬৪ এর জন্য তাদের বিক্রির পরিমানও খুবই কম।
এরপরও তারা ২০১৩ সালের জুলাই পর্যন্ত সাপোর্ট দিয়ে যাবে এবং ২০১৮ পর্যন্ত এক্সটেন্ডেড সাপোর্ট দেবে।
মাইক্রোসফট এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইন্টেল এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি।

No comments:

Post a Comment