April 5, 2010

হুয়াই থ্রিজি প্লাশ স্মার্টফোন Huawei HSPA+ smartphone

এবছর বার্সিলোনা মোবাইল মেলায় হুয়াই প্রদর্শন করেছিল এন্ড্রয়েড ভিত্তিক বিশ্বের প্রথম এইচএসপিএ+ মোবাইল ফোন। হুয়াই আই৮৮০০ মডেলের এই ফোন এবছরই বিক্রি শুরু হওয়ার কথা। হিসেবে এটা সাধারন থ্রিজির থেকে অনেক দ্রুতগতিতে কাজ করতে সক্ষম। উদাহরন হিসেবে বলা যেতে পারে, ৪০০ মেগাবাইট ভিডিও ডাউনলোড করতে সময় লাগবে ৩০ সেকেন্ড।
এতে এন্ড্রয়েড ২.১ অপারেটিং সিষ্টেম ব্যবহার করা হয়েছে। ৩.৮ ইঞ্চি ওয়াইড স্ক্রিন ডিসপ্লে। ইন্টিগ্রেটেড এইচএসপিএ প্লাশ এর ডাউনলোড গতি ১৪ মেগাবাইট/সে।
তরুন প্রজন্মের ব্যবহারকারীদের দিকে লক্ষ্য রেখে এতে ফেসবুক-টুইটারের মত সোস্যাল নেটওয়ার্কিং সরাসরি ব্যবসারের সুযোগ রাখা হয়েছে। এছাড়াও অপারেটর যেন ব্যবহারকারীর জন্য কাষ্টমাইজ করে দিতে পারেন সে সুযোগও রাখা হয়েছে।
এই ফোনটি ছাড়াও ইন্টারনেট ব্যবহারের উপযোগি কমদামের আরেকটি ফোন বাজারে আনতে যাচ্ছে তারা। এপ্রিল-মে র দিকেই ইউরোপে বিক্রি শুরু হওয়ার কথা ২.৮ ইঞ্চি ডিসপ্লের এই ফোন। এতে ৩.২ এবং .৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি থাকবে।
হুয়াই স্মাকিট এস৭ নামে ৭ ইঞ্চি ওয়াইড স্ক্রিন ডিসপ্লের একটি ট্যাবলেট ছাড়তে যাচ্ছে। এর রেজুলুশন ৮০০-৪৮০। একই সময়ে কম্পিউটার, মোবাইল ফোন এবং টিভিতে সংযোগ দিয়ে তথ্য আদান প্রদান করে ব্যবহার করা যাবে এর সাহায্যে। এতে থ্রিজি কানেকটিভিটি থাকবে।

No comments:

Post a Comment