এতে এন্ড্রয়েড ২.১ অপারেটিং সিষ্টেম ব্যবহার করা হয়েছে। ৩.৮ ইঞ্চি ওয়াইড স্ক্রিন ডিসপ্লে। ইন্টিগ্রেটেড এইচএসপিএ প্লাশ এর ডাউনলোড গতি ১৪ মেগাবাইট/সে।
তরুন প্রজন্মের ব্যবহারকারীদের দিকে লক্ষ্য রেখে এতে ফেসবুক-টুইটারের মত সোস্যাল নেটওয়ার্কিং সরাসরি ব্যবসারের সুযোগ রাখা হয়েছে। এছাড়াও অপারেটর যেন ব্যবহারকারীর জন্য কাষ্টমাইজ করে দিতে পারেন সে সুযোগও রাখা হয়েছে।
এই ফোনটি ছাড়াও ইন্টারনেট ব্যবহারের উপযোগি কমদামের আরেকটি ফোন বাজারে আনতে যাচ্ছে তারা। এপ্রিল-মে র দিকেই ইউরোপে বিক্রি শুরু হওয়ার কথা ২.৮ ইঞ্চি ডিসপ্লের এই ফোন। এতে ৩.২ এবং .৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি থাকবে।
No comments:
Post a Comment