April 4, 2010

নেভিগেশন ভিত্তিক গারমিন-আসুস এম-১০ ভারতে Garmin-Asus nuvifone M10 now available across India

নেভিগেশন ভিত্তিক গারমিন-আসুস নুভিফোন এম-১০ ভারতে পাওয়া যাচ্ছে। এটা ভারতে বিক্রি হওয়া প্রথম স্মার্টফোন যেখানে উইন্ডোজ মোবাইল ৬.৫.৩ ব্যবহার করা হয়েছে। জানা গেছে ভারতের বেশ কয়েকটি শহরে এটি পাওয়া যাচ্ছে। মাসদুয়েক আগে এই ফোনের ঘোষনা দেয়া হয়। এখনও বিশ্বের বহু দেশের মানুষ অপেক্ষা করে রয়েছে এরজন্য।
নুভিফোন এম-১০ এ রয়েছে ৬০০ মেগাহার্টজ প্রসেসর, ৫১২ মেগাবাইট র‌্যাম। কানেকটিভিটি হিসেবে এইচএসডিপিএ, ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি। এছাড়া ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা এবং ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরীও রয়েছে।
এই ফোনে ভারতের ৬২টি প্রধান শহরের ম্যাপ এবং ভয়েস গাইডেড নেভিগেশন রয়েছে। রাস্তার প্রতিটি মোড়, অলিগলি চেনা যাবে এটা থেকে।
ভারতে এর দাম ১৯,৯৯০ ভারতীয় রূপি, প্রায় ৪৫০ ডলার। সব সুবিধা বিবেচনা করলে অন্যদের তুলনায় কমই।

No comments:

Post a Comment